ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

দেশে বিদেশি বিনিয়োগ এসেছে ৩৩ হাজার কোটি টাকা

আপডেট : ০২ মে ২০২৪, ০৮:৩১ এএম

দেশে ২০২৩ সালে বিদেশি বিনিয়োগ (এফডিআই) এসেছে ৩০০ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। যা দেশীয় মুদ্রায় (প্রতি ডলারে ১১০ টাকা ধরে) দাঁড়ায় ৩৩ হাজার কোটি টাকা। যা আগের বছর (২০২২ সাল) এসেছিল ৩৪৮ কোটি ডলার। অর্থাৎ বছরের ব্যবধানে এই বিনিয়োগ কম এসেছে ৪৫ কোটি ৫০ লাখ ডলার বা ১৫ দশমিক ৮০ শতাংশ। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৩ সাল শেষে দেশে নেট বিদেশি বিনিয়োগ বা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট (এফডিআই) এসেছে ৩০০ কোটি মার্কিন ডলার। যা ২০২২ সালে এসেছিল ৩৪৮ কোটি মার্কিন ডলার। অর্থাৎ, এক বছরের ব্যবধানে এফডিআই প্রবাহ ৪৭ কোটি ৫০ লাখ ডলার কমেছে। এফডিআই থেকে ২০২৩ সালে দেশে সবচেয়ে বেশি বিনিয়োগ এসেছে যুক্তরাজ্য থেকে। দেশটি থেকে এসেছে ৬১ কোটি ৪০ লাখ ডলার। এছাড়া নেদারল্যান্ড, যুক্তরাষ্ট্র, চীন, কোরিয়া, নরওয়ে, সিঙ্গাপুর থেকেও বিনিয়োগ পেয়েছে বাংলাদেশ।

তথ্য আরো বলছে, ২০২৩ সালের নেট এফডিআই ২২১ কোটি ডলার ছিল রিইনভেস্টেড আর্নিংস। রিইনভেস্টেড আর্নিংস হচ্ছে পুরনো বিদেশি বিনিয়োগ থেকে যে রিটার্ন বা ফেরত পাওয়া গেছে, সেটিকে আবার বিনিয়োগ করা থেকেই দেশের মূল এফডিআই প্রবাহ হয়েছে। আর বছরটিতে সবচেয়ে বেশি ৫৯ কোটি ১০ লাখ ডলার বিনিয়োগ এসেছে টেক্সটাইল এবং ওয়্যারিং খাতে। এছাড়া ব্যাংকিং, বিদ্যুৎ, গ্যাস এবং পেট্রলিয়াম ও খাদ্যের মতো খাতগুলোতে ভালো বিনিয়োগ এসেছে।

FI
আরও পড়ুন