এপ্রিলে রপ্তানি আয় এসেছে  ৩৯১ কোটি ৬৯ লাখ ডলার 

আপডেট : ০৩ মে ২০২৪, ০৭:০৪ এএম

সদ্য সমাপ্ত এপ্রিল শেষে দেশে নিট রপ্তানি আয় কমেছে ০.৯৯ শতাংশ। মাসটিতে রপ্তানি আয় হয়েছে ৩৯১ কোটি ৬৯ লাখ ডলার। যা আগের বছর একই সময়ে (২০২৩ সাল) রপ্তানি আয় হয়েছিল ৩৯৫ কোটি ৬০ লাখ ডলার। অর্থাৎ কমেছে ৩ কোটি ৯১ লাখ ডলার।

বৃহস্পতিবার (২ মে) রপ্তানি উন্নয়ন ব্যুরো’র (ইপিবি) প্রকাশিত হালনাগাদ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।
ইপিবির তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের (২০২৩-২৪) দশ মাসে (জুলাই’২৩-এপ্রিল’২৪) রপ্তানি আয় বেড়েছে ৩.৯৩ শতাংশ। সময়টিতে রপ্তানি আয় হয়েছে ৪ হাজার ৭৪৭ কোটি ১৭ লাখ ডলার। যা এর আগের অর্থবছরে (২০২২-২৩) একইসময়ে রপ্তানি আয় হয়েছিল ৪ হাজার ৫৬৭ কোটি ৭৬ লাখ ডলার। এতে করে রপ্তানি আয় বেড়েছে ১৭৯ কোটি ৪১ ডলার। তবে সময়টিতে সরকারের লক্ষ্যমাত্রা নির্ধারণ থেকে আয় কমেছে ৬.৮৭ শতাংশ।

ইপিবির তথ্য বলছে, অর্থবছরের দশ মাসে সরকারের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৫ হাজার ৯৭ কোটি ২০ লাখ ডলার। আর এ সময় রপ্তানি আয় হয়েছে রপ্তানি আয় হয়েছে ৪ হাজার ৭৪৭ কোটি ১৭ লাখ ডলার।। অর্থাৎ কমেছে ৩৫০ কোটি ৩ লাখ ডলার বা  ৬.৮৭ শতাংশ।

এদিকে সদ্য সমাপ্ত এপ্রিল মাসে নিট রপ্তানি আয় হয়েছে ৩৯১ কোটি ৬৯ লাখ ডলার। আর মাসটিতে সরকারের লক্ষ্যমাত্রা ছিল ৪৭০ কোটি ৭০ লাখ ডলার। এতে লক্ষ্যমাত্রার চেয়ে নিট রপ্তানি আয় কমেছে ১৬.৭৮ শতাংশ।

AH
আরও পড়ুন