ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

দরপতনে শীর্ষে শ্যামপুর সুগার মিলস 

আপডেট : ০৬ মে ২০২৪, ০৯:২৮ পিএম

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনে অংশ নেওয়া ৩৯৬টি কোম্পানির মধ্যে ৮৬টি কোম্পানির শেয়ারদর কমেছে। শেয়ারের দরপতনে কোম্পানিগুলোর মধ্যে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রথমে উঠে এসেছে শ্যামপুর সুগার মিলস লিমিটেড। সোমবার (৬ মে) ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রে জানা গেছে, আজ ডিএসইতে শ্যামপুর সুগার মিলস লিমিটেড শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ২.৯৯ শতাংশ বা ৫.৩০ টাকা কমে দাঁড়িয়েছে ১৭১.৮০ টাকায়। দাম কমার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রহিমা ফুড লিমিটেডের শেয়ারদর।

আগের কার্যদিবসের তুলনায় ২.৯৩ শতাংশ বা ৪.২০ টাকা কমে দাঁড়িয়েছে ১৩৮.৭০ টাকায়। তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে সাউথইস্ট ব্যাংক লিমিটেড। এই কোম্পানিটির শেয়ার দর ০.০৩ টাকা টাকা কমে ১০.০০ টাকা দাঁড়িয়েছে।

এরপর শীর্ষ দাম কমার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো-রপালী লাইফ ইন্স্যুরেন্স, রুপালী ব্যাংক লিমিটেড, এপেক্স ট্যানারি, আরডি ফুডস, আইসিবি ইসলামী ব্যাংক, হামি ইন্ডাস্ট্রিজ পিএলসি ও জেমিনি সি ফুডস।

HR/WA
আরও পড়ুন