ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

‘চোরাইপথ খোলা, ব্যবসায়ীদের ট্যাক্স বাড়াচ্ছে সরকার’

আপডেট : ০৮ জুন ২০২৪, ০৭:৪২ পিএম

বাংলাদেশ পাইকারি গরম মশলা সমিতির সভাপতি মো. এনায়েত উল্লাহ বলেন, চোরাই পথ খোলা রেখে ব্যবসায়ীদের পথে বসানোর জন্য সরকার শুধু ট্যাক্স বাড়াচ্ছে। তাই চোরাই পথ বন্ধ করতে না পারলে মূল্য তালিকার ক্ষেত্রে সম্পূর্ণ আইন মানাও সম্ভব না বলে তিনি মন্তব্য করেন।

শনিবার (৮ জুন) মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাকক্ষে আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার উদ্দেশ্য ব্যবসায়ীদের অংশগ্রহণে এ মতবিনিময় সভায় মো. এনায়েত উল্লাহ এসব মন্তব্য করেন ।

তিনি বলেন, দ্রব্যের দাম বাড়লে শুধু নিউজ হয়, কাভারেজ দেয় মিডিয়া। তবে দাম কমলে নিউজ কভারেজ দেয় না। জিরা, লবঙ্গের দাম কমেছে। এখন কি বিক্রেতা বেশি দামে বিক্রি করতে পারবে। বর্তমানে বাজারদর আন্তর্জাতিক বাজারের উপর নির্ভরশীল। বাজারে ব্যবসায়ীদের টিকে থাকতে চোরাই পথ বন্ধ করার আহ্বান জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্য জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ. এইচ. এম. সফিকুজ্জামান বলেন, গত এক মাস ধরে মসলার বাজার অস্বাভাবিক আচরণ করছে। মসলার দাম এক মাসে ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ব্যবসায়ীদের অস্বাভাবিক আচরণের জন্যই সরকারি বিভিন্ন সংস্থাকে মাঠে নামতে হয়। অভিযান পরিচালনা করতে হয়। যতদিন বৈধ্য উপায়ে ব্যবসা পরিচালনা করবে ততদিন আমাদের মাঠে নামার প্রয়োজন নেই।

তিনি বলেন, যখনই ব্যবসায়ীরা কারসাজি শুরু করবে আমাদের বাধ্য হয়ে মাঠে নামতে হবে। তবে দাম বাড়ার পিছনে অনেক ক্ষেত্রে যুক্তি কারণও রয়েছে। তবে বিশেষ উদ্দেশ্য হাসিলের জন্য কোন ব্যবসায়ী অস্থিরতার সাথে যুক্ত থাকে। তাই তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এক্ষেত্রে ব্যবসায়ী সমিতির বিষয়ে ভূমিকা পালন করতে পারে এসব আসাদু ব্যবসায়ীদের বিরুদ্ধে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য অনুবিভাগের অতিরিক্ত সচিব রেজওয়ানুর রহমান এবং বাংলাদেশ পাইকারি গরম মসলা সমিতির সভাপতি হাফেজ হাজী মোহাম্মদ এনায়েতুল্লাহ। সভায় সভাপতিত্ব করবেন মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী সৈয়দ মো. বশির উদ্দিন।

MHR/WA
আরও পড়ুন