আগামী এক সপ্তাহের মধ্যে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে আনতে বাণিজ্য মন্ত্রণালয়কে সময় বেঁধে দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. বিন ইয়ামিন মোল্লা।
রোববার (১১ জুলাই) ভোক্তা অধিদপ্তর আয়োজিত বাজার তদারকি বিষয়ক এক মতবিনিময় সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এ সময় বেঁধে দেওয়া হয়।
মো. বিন ইয়ামিন মোল্লা বলেন, পতিত স্বৈরাচারী সরকারের দোসরেরা এখনো বিভিন্ন জায়গায় দখল করে আছেন। তারা হয় সংশোধন হয়ে মানুষের কল্যাণে কাজ করবেন, নয়তো নিজ থেকে সরে যান। দেশের সংস্কারের দায়িত্ব ছাত্র-জনতা হাতে নিয়েছে। যেখানেই অনিয়ম দেখবো সেখানেই প্রতিহত করা হবে। বাণিজ্য মন্ত্রণালয়ের ১৩টি অধিদপ্তরের সব ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।
তিনি আরো বলেন, প্রতিটি দোকানে ক্রয়মূল্যের তালিকা থাকতে হবে। খুচরা মূল্য তালিকা ঝুলিয়ে রাখতে হবে। ভোক্তা অধিদপ্তর থেকে নিয়মিত মূল্য তালিকা প্রকাশ করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেন, চাঁদাবাজি বন্ধ হয়েছে। কিন্তু পণ্যের দাম কমছে না কেনো? আমরা অনেক প্রতিকূলতার মুখোমুখি হয়েছি। স্বাধীনভাবে কাজ করতে পারিনি, কোনো নির্দিষ্ট জায়গায় অভিযান পরিচালনা করলে সরকারের বিভিন্ন মহল থেকে চাপ দেওয়া হতো। এখন সেই অবস্থা নেই। ছাত্ররা দেশ গড়ার দায়িত্ব নিয়েছে। আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখেছি তা বাস্তবায়নের সুযোগ এসেছে। তোমাদের সমন্বয়ে আমরা সব ধরনের সিন্ডিকেট ভেঙে দিবো।
তিনি আরো বলেন, তেজগাঁও ডিম সিন্ডিকেটের বিরুদ্ধে বিভিন্ন সময় অভিযান পরিচালনা করলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারিনি। আইন শৃঙ্খলা বাহিনী থেকে কোনো সহযোগী পাইনি। এখন ছাত্ররা এসব জায়গায় এগিয়ে আসবে, ভেঙে দিবে সব সিন্ডিকেট, ভোক্তা অধিদপ্তর ছাত্রদের সাথে থাকবে।
মতবিনিময় সভায় ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তা ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি ছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
