দেশের টেক্সটাইল ও গার্মেন্টস শিল্পকে কেন্দ্র করে শুরু হতে যাচ্ছে ২৩তম টেক্সটেক বাংলাদেশ ২০২৪ ইন্টারন্যাশনাল এক্সপো। আগামী ৬ নভেম্বর থেকে শুরু হবে এ প্রদর্শনী। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে এ প্রদশর্নী। এর আয়োজন করছে সেমস-গ্লোবাল ইউএসএ।
সোমবার (২১ অক্টোবর) বেলা ১১ টায় রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের মেঘনা হলে, ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেসের (সেমস ড্রাগল ইউএসএ) আয়োজনে বিগত ২২ বছরের ধারাবাহিকতায় আগামী ৬-৯ নভেম্বর, বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার, পূর্বাচলে এ প্রদর্শনী শুরু হবে।
সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন, ইসলাম প্রদর্শনীর নানাবিধ বিষয় তুলে ধরে বলেন, এই তিনটি প্রদর্শনী বাংলাদেশের গার্মেন্টস ও টেক্সটাইল শিল্পের সর্ববৃহৎ এবং সর্বপ্রথম অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রদর্শনী, যা বিগত ২২ বছরের ধারাবাহিকতায় এবছর ২৩ বারের ন্যায় অনুষ্ঠিত হচ্ছে।
প্রদর্শনীসমূহ ক্রেতা ও সরবরাহকারীদের জন্য বাংলাদেশে অনুষ্ঠিত সর্ববৃহৎ বিজনেস-টু-বিজনেস (বি-টু-বি) মিটিং প্লেস, যেখানে ব্যবসার প্রসারে সরাসরি যোগাযোগের মাধ্যমে ক্রেতা এবং সরবরাহকারীরা কাজ করতে পারবেন বলেও জানানো হয়।
মেহেরুন এন. ইসলাম আরও বলেন, গার্মেন্টস ও টেক্সটাইল শিল্পে বাংলাদেশের সুদীর্ঘ ঐতিহ্যকে সমুন্নত রাখতে, বৈদেশিক মুদ্রা অর্জন, অর্থনৈতিক সমৃদ্ধি এবং বাংলাদেশকে বিজনেস হাব হিসেবে সুপ্রতিষ্ঠিত করতে সেমস-গ্লোবালের অনুষ্ঠেয় প্রদর্শনীসমূহ সহায়ক হবে।
