ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

কারিগরি ত্রুটি: ডিএসইতে লেনদেন বন্ধ

বেলা ১০টার পরও সফটওয়্যারের সমস্যা সমাধান করতে না পারায় ডিএসই কর্তৃপক্ষ লেনদেন স্থগিত (ট্রেড সাসপেন্ড) করেছে।

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ১২:৩৬ পিএম

কারিগরি ত্রুটির কারণে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) স্বাভাবিক লেনদেন আপাতত বন্ধ রয়েছে। যার কারণে সপ্তাহের প্রথম দিনে লেনদেন শুরু করতে পারেনি  ডিএসই।

রোববার (৫ জানুয়ারি) বেলা ১০টার পরও সফটওয়্যারের সমস্যা সমাধান করতে না পারায় ডিএসই কর্তৃপক্ষ লেনদেন স্থগিত (ট্রেড সাসপেন্ড) করেছে।

ডিএসইর জনসংযোগ কর্মকর্তা শফিকুর রহমান বলেন, ‘আমাদের আইটি টিম কাজ করছে কারিগরি ত্রুটির সমাধান করার জন্য। লেনদেন শুরু হলে জানানো হবে।’

সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেছেন, ফ্লেক্সট্রেডের অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারে সমস্যা দেখা দিয়েছে। 

এদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) যথারীতি সকাল ১০টা থেকে লেনদেন চলছে।

AHA
আরও পড়ুন