কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ) ও দ্য সাব-কাউন্সিল অব টেক্সটাইল ইন্ডাস্ট্রি, চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অফ ইন্টারন্যাশনাল ট্রেডের (সিসিপিআইটি টেক্স চায়না) যৌথ আয়োজনে চার দিনব্যাপী '২৩তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো'র শীতকালীন সংস্করণ শুরু হবে আগামী ১৫ জানুয়ারি।
সোমবার (৬ জানুয়ারি) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রতিষ্ঠানের এমডি মেহেরুন এন ইসলাম।
সংবাদ সম্মেলনে সিসিপিআইটি টেক্সের ডেপুটি সেক্রেটারি জেনারেল ও ডিরেক্টর চেন বো, চীনে বেইজিং থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন। এতে আরও উপস্থিত ছিলেন সেমস-গ্লোবালের সিইও এস এস সারওয়ার ও সেমস-গ্লোবালের নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম।
এতে বলা হয়, আগামী ১৫ থেকে ১৮ জানুয়ারি চার দিনব্যাপী একযোগে শুরু হতে যাচ্ছে ২৩তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো ২০২৫ উইনটার এডিশন ও সপ্তম ঢাকা ইন্টারন্যাশনাল ডেনিম শো ২০২৫। বাংলাদেশ, দক্ষিণ এশিয়া ও বৈশ্বিক টেক্সটাইল এবং পোশাক শিল্প সংশ্লিষ্টদের অংশগ্রহণে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রাজধানীর কুড়িলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ। এ প্রদর্শনীসমূহ সেমস-গ্লোবাল ইউএসএ আয়োজিত বিশ্বব্যাপী বহুল প্রশংসিত ও তিনটি মহাদেশ জুড়ে বিস্তৃত টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশনের একটি অংশ; যা প্রতি বছর বাংলাদেশসহ ব্রাজিল, মরক্কো, থাইল্যান্ড ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়। টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশন ইতোমধ্যে দক্ষিণ এশিয়ার গার্মেন্টস ও টেক্সটাইল শিল্পের অগ্রগতিতে ব্যাপক ভূমিকা পালন করেছে। প্রদর্শনীর জন্য ৬৫০টির বেশি বুথ নিয়ে ১৫টিরও অধিক দেশের প্রায় ৩২৫টি কোম্পানি অংশ নেবে। পাশাপাশি, প্রদর্শনী চলাকালীন তিনটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে।
