রমজানে লেবুর বাজারে আগুন, বিপাকে ক্রেতা

আপডেট : ০৭ মার্চ ২০২৫, ১০:৫৮ এএম

রমজানের ইফতারে লেবুর শরবত রোজাদারের পছন্দের অন্যতম একটি। সারাদিন রোজা থাকার পর লেবুর শরবত পান করে তৃপ্তি পায় রোজাদার। ফলে ইফতারের চাহিদায় লেবুর কদর রয়েছে। সুযোগ বুঝে রোজার আগে থেকেই লেবুর বাজারে যেন আগুন লেগেছে। এতে প্রতি হালিতে লেবুর দাম বেড়েছে কয়েকগুণ। ছোট আকারের লেবুও এখন ক্রেতার নাগালের বাইরে। এছাড়া চড়া দামে বিক্রি হচ্ছে শসা ও বেগুন।

শুক্রবার (৭ মার্চ) রাজধানীর যাত্রাবাড়ি, সারুলিয়াসহ বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, খুচরা পর্যায়ে প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকায়। কোথাও কোথাও দোকানি লেবুর দাম হাঁকছেন ১২০ টাকা পর্যন্ত।

কাউসার আহমেদ নামে এক ক্রেতা বলেন, ইফতারিতে ‘লেবু’ সবার পছন্দের ও প্রয়োজনীয় হওয়ায় সিন্ডিকেট করে সেটির দাম বাড়িয়েছে অসাধু ব্যবসায়ীরা। প্রতিটি লেবুর দাম কী করে ২২ থেকে ২৫ টাকা হয়। পবিত্র রমজান মাসেও তারা অতিরিক্ত মুনাফার লোভে লাগাম দিতে পারেন না। ইফতারে পণ্যে এমন কাসাজির জন্য দেশ বাসির পক্ষে ঘৃণা জানাই তাদের।

লেবুর চাহিদার তুলনায় সংকট থাকায় দাম কমেনি জানিয়ে আবুল হোসেন নামের এক খুচরা বিক্রেতারা বলেন, পাইকারি দামে লেবু কিনতে হচ্ছে ১০-১৫ টাকায়। তাই সাইজ অনুযায়ী ২০-২৫ টাকায় খুচরা বিক্রি করছি। 

অনেক ক্রেতা লেবুর এমন দামে বিব্রত জানিয়ে তিনি বলেন, চাহিদার তুলনায় ক্রেতা লেবু কিনছেন কম। ক্রেতাদের কেউ কেউ লেবু দাম বলছেন হালিপ্রতি ৩০-৪০ টাকা। এমন দামে আমি কিনতেও পারিনি। 

লেবুর ফলন কম হওয়ায় কিছুটা সংকট সৃষ্টি হয়েছে উল্লেখ করে রাজধানীর যাত্রবাড়ির একাধিক পাইকারি বিক্রেতা বলেন, রমজান মাসে চাহিদার তুলনায় সংকট থাকায় লেবুর দাম বেড়েছে। আড়তে প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে ৩৬-৪০ টাকায়। আর একশ পিস লেবু বিক্রি হচ্ছে ৯০০-১১০০ টাকায়।

এছাড়া বাজারে প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে ৪০-৬০ টাকায়। আর বেগুন প্রতি কেজিতে বিক্রি হচ্ছে ৮০ থেকে ১২০ টাকা। যা কিনতে হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতারা।

SN
আরও পড়ুন