ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ব্যাংক-বিমা-শেয়ারবাজার খুলছে কাল

আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ০৩:০৭ পিএম

ঈদের ছুটি শেষে আবার ব্যাংক ও বিমা কোম্পানির অফিস খুলছে। সেই সঙ্গে শুরু হবে শেয়ারবাজারের লেনদেন। রোববার (৬ এপ্রিল) থেকে অফিসগুলোর কার্যক্রম শুরু হচ্ছে।

ঈদ উপলক্ষে টানা ৯ দিনের এই ছুটি শেষ হচ্ছে শনিবার (৫ এপ্রিল)। এই লম্বা ছুটি শেষে রোববার থেকে আবার সব সরকারি, বেসরকারি অফিস খুলবে। সেই সঙ্গে খুলবে ব্যাংক ও বিমা কোম্পানির অফিস। পাশাপাশি শেয়ারবাজারে শুরু হবে লেনদেন।

এর আগে, রমজান মাস উপলক্ষে ঈদের ছুটি শুরু হওয়ার আগের দিন পর্যন্ত দেশের শেয়ারবাজারে লেনদেন হয় সকাল ১০ থেকে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত। আর ১টা ৪০ মিনিট থেকে ১টা ৫০ মিনিট পর্যন্ত ১০ মিনিট পোস্ট ক্লোজিং সেশন ছিল।

ঈদের ছুটি শেষে রোববার থেকে শেয়ারবাজারে লেনদেন শুরু হবে সকাল ১০টায়, যা চলবে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত। নিয়মিত লেনদেন শেষে ১০ মিনিট অর্থাৎ দুপুর ২টা ২০ মিনিটে থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত পোস্ট ক্লোজিং সেশন থাকবে। এ সময়ে শেয়ারের নতুন দাম প্রস্তাব করা যাবে না। তবে ক্লোজিং দামে লেনদেন, শেয়ার কেনা-বেচা করা যাবে।

SN/KK
আরও পড়ুন