ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস, কমবে মূল্যস্ফীতি

আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ১০:৫২ এএম

চলতি অর্থবছরে চাপে রয়েছে বাংলাদেশের অর্থনীতি। তবে আগামী বছর তা ঘুরে দাঁড়াবে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সংস্থাটির হালনাগাদ প্রতিবেদন বলছে, ২০২৪-২৫ অর্থবছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে পারে ৩.৯ শতাংশ এবং পরের বছর তা বেড়ে হবে ৫.১ শতাংশ।

বুধবার (৯ এপ্রিল) এডিবি ডেভেলপমেন্ট আউটলুক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। প্রতিবেদনটির বাংলাদেশ অংশ আজ দুপুরে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির ঢাকা কার্যালয়ে প্রকাশ করা হবে।

আউটলুক প্রতিবেদনে বলা হয়, চলতি অর্থবছরে সার্বিক মূল্যস্ফীতি ১০.২ শতাংশ হলেও আগামী বছর তা ৮ শতাংশে নেমে আসবে। রাজনৈতিক অস্থিরতার জেরে সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় চলতি অর্থবছরে প্রবৃদ্ধি কম হবে।

আগামী অর্থবছরে বিনিয়োগ পরিস্থিতির উন্নয়ন এবং সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতায় বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে উল্লেখ করে এডিবি জানায়, নির্বাচনকে কেন্দ্র করে খরচ বৃদ্ধি ও রাজনৈতিক উত্তেজনা, প্রাকৃতিক দুর্যোগ এবং যুক্তরাষ্ট্রের চড়া শুল্ক আরোপ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হিসেবে থাকবে।

JA
আরও পড়ুন