ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আজ থেকে নতুন দামে সোনা বিক্রি

আপডেট : ১৪ মে ২০২৫, ০৭:০৭ পিএম

দেশের বাজারে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সোনার দাম কমানোর একদিন না যেতেই এমন সিদ্ধান্ত নিলো বাজুস।

বুধবার (১৪ মে) থেকে নতুন দামে সোনা বিক্রি হচ্ছে। তবে, রুপার দাম অপরিবর্তিতই থাকছে।

এর আগে, গত সোমবার (১২ মে) রাতে সোনার দাম কমেছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল সংগঠনটি। ওইদিন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণে ৩ হাজার ১৩৮ টাকা কমানো হয়েছিল। তবে, এর একদিন যেতেই মঙ্গলবার (১৩ মে) বিশ্ববাজারে সোনার দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারেও সোনার দাম বাড়িয়েছে বাজুস।

বুধবার বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে ভরি প্রতি ১ হাজার ৫৬৬ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক হাজার ৫৬৬ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৬৯ হাজার ১৮৬ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ৫০৫ টাকা বাড়িয়ে এক লাখ ৬১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক হাজার ২৮৩ টাকা বাড়িয়ে নতুন দাম এক লাখ ৩৮ হাজার ৪২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক হাজার ৯৭ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ১৪ হাজার ৪৩৬ টাকা।

SN
আরও পড়ুন