কয়েকদিন পরেই পবিত্র কোরবানীর ঈদ। ঈদকে সামনে রেখেই দেশের নামিদামি ফ্রিজ কোম্পানিগুলো একটি মেলার আয়োজন করেছে। এ মেলাতে মিলবে ছাড়। পাওয়া যাবে বিভিন্ন ব্রান্ডের ফ্রিজ।
রাজধানীর গুলশান তেজগাঁও লিংক রোডের আলোকি কনভেনশন হলে ফ্রিজ কোম্পানিগুলো এ মেলার আয়োজন করেছে। মেলায় অংশগ্রহণ করেছে- স্যামসাং, ওয়ালটন, সিঙ্গার, কনকা, র্যাংগস, শার্পসহ অনেক ব্রান্ডের ফ্রিজ।
মেলায় স্যামসাং সব ধরণের ফ্রিজে ৮ শতাংশ ছাড় দিয়েছে। ওয়ালটনের ফ্রিজে ১২ শতাংশ ডিসকাউন্ট চলছে। সিঙ্গারের ফ্রিজে ক্যাশ ডিসকাউন্ট থাকছে ৫ হাজার টাকা। এ ছাড়াও সল্যুশন কার্ডে ১০০ শতাংশ ফ্রিতে ফ্রিজ পাওয়ার সম্ভাবনা রয়েছে। কনকা ঈদকে সামনে রেখে ১৫ শতাংশ ছাড় দিয়েছে তাদের অত্যাধুনিক ডিজাইনের ফ্রিজগুলোতে। র্যাংগস মেলা উপলক্ষ্যে প্রতিটি ফ্রিজে রেগুলার প্রাইস থেকে স্পেশাল ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে। অন্যান্য কোম্পানিগুলো অনেক সুযোগ সুবিধায় ফ্রিজ বিক্রি করছে।
দর্শক ও ক্রেতাদের ভাষ্যে, দেশে এরকম আয়োজন করায় রয়েছে সুবিধা। দেখে শুনে ফ্রিজ কেনা যায়। বিভিন্ন সুযোগ-সুবিধাসহ ডেলিভারি চার্জ ফ্রিতে পাওয়া যায়। এক জায়গায় সব ফ্রিজের শো-রুম থাকায় পণ্যের গুণগত মান যাচাই বাছাই করার পাশাপাশি দাম কম্পেয়ার করে পণ্য কেনা যায়।
