কোরবানির পশুর চামড়া যথাযথভাবে সংরক্ষণ এবং বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা নিশ্চিত করতে কড়া নির্দেশনা জারি করেছে শিল্প মন্ত্রণালয় এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।
বিসিক জানিয়েছে, ঈদের পরবর্তী ১০ দিন ঢাকা শহরে কাঁচা চামড়া বহনকারী ট্রাক প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। নির্ধারিত সময়সীমার মধ্যে এই নিষেধাজ্ঞা অমান্য করে চামড়া নিয়ে ঢাকায় প্রবেশের চেষ্টা করলে সংশ্লিষ্ট ট্রাক ও চামড়া জব্দ করা হতে পারে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিক আরও জানায়, কোরবানির পরপরই চামড়া দ্রুত পরিষ্কার করে লবণ দিয়ে সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। গরু বা মহিষের চামড়ায় ৮ থেকে ১০ কেজি এবং ছাগল বা ভেড়ার চামড়ায় ৩ থেকে ৪ কেজি লবণ প্রয়োগ করতে হবে। পাশাপাশি চামড়া শুকনো ও ছায়াযুক্ত স্থানে সংরক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে, যাতে জাতীয় এই সম্পদ ক্ষতিগ্রস্ত না হয়।
বিজ্ঞপ্তিতে বিসিক উল্লেখ করেছে, চামড়া শিল্প বাংলাদেশের অন্যতম বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত। সঠিকভাবে সংরক্ষিত চামড়া প্রক্রিয়াজাত করে আন্তর্জাতিক বাজারে রফতানি করে অর্থনীতিকে শক্তিশালী করা সম্ভব। তাই চামড়া ব্যবস্থাপনায় গাফিলতি রোধে নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
ঢাকায় মসলার দোকানে ক্রেতাদের ভিড়