বিশ্ববাজারে সোনার দামে ফের রেকর্ড

আপডেট : ১৪ জুন ২০২৫, ১২:৫২ পিএম

বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সোনার দাম, যা গত এক মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

বিশ্লেষকরা বলছেন, ইরানে ইসরাইলের সামরিক হামলার ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করায় বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা আরও বেড়েছে। এই পরিস্থিতিতে বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদ থেকে সরে গিয়ে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত সোনায় বিনিয়োগ বাড়াচ্ছেন।

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১৩ জুন) স্পট মার্কেটে সোনার দাম প্রতি আউন্সে ১ দশমিক ৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৪২৮ দশমিক ২৮ ডলারে। যা (৭ মে) এর পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। আর ফিউচার মার্কেটে সোনার দাম প্রতি আউন্সে ১ দশমিক ৪ শতাংশ বেড়ে ৩ হাজার ৪৪৯ দশমিক ৬০ ডলারে বেচাকেনা হচ্ছে।

ফলে শুক্রবার সোনার দাম এক মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা বজায় থাকলে ও সোনার ঊর্ধ্বমুখী গতি অব্যাহত থাকলে মূল্যবান এই ধাতুর দাম নতুন রেকর্ড গড়তে পারে বলেও ধারণা করছেন বাজার বিশ্লেষকরা।
 
কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, ‘মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক এই শত্রুতা আপাতত বাণিজ্য আলোচনা থেকে মনোযোগ সরিয়ে নিয়েছে, যার প্রতিক্রিয়ায় বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয়স্থল সম্পদের দিকে ঝুঁকছেন।
 
তিনি আরও বলেন, ’বিমান হামলার খবরে সোনার দাম ৩ হাজার ৪০০ ডলারের স্তর অতিক্রম করেছে। যদি এই ঊর্ধ্বমুখী গতি অব্যাহত থাকে, তবে সোনার দাম আরও বাড়তে পারে।

RK