ঈদের ছুটি শেষে হিলি স্থলবন্দরে আমদানি রপ্তানি শুরু

আপডেট : ১৫ জুন ২০২৫, ০৭:৩৪ পিএম

পবিত্র ঈদুল আজহায় টানা ১০ দিন বন্ধ থাকার পর রোববার (১৫ জুন) থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

পবিত্র ঈদুল আজহা ও সাপ্তাহিক ছুটির কারণে গত ৫ থেকে ১৪ জুন পর্যন্ত বন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। তবে এই সময়েও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের বৈধ পাসপোর্ট-ভিসাধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল বলে জানান কতৃপক্ষ। 

রোববার (১৫ জুন) বিষয়টি নিশ্চিত করে  হিলি বন্দরের আমদানি রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসেন জানান, মুসলিম সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা উপলক্ষে বন্দর ব্যবহারকারীদের সঙ্গে আলোচনা করে ৫-১৪ জুন পর্যন্ত ১০ দিন বন্দরের কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। টানা ঈদের ছুটি শেষে আজ রোববার সকাল থেকে বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম আগের নিয়মে চালু হয়েছে। ফলে হিলি বন্দর এলাকায় আবারও কর্মচাঞ্চল্য ফিরে আসবে বলে আশা করছি। 

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই মো. আবু তালেব জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের বৈধ পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক ছিলো। 

FJ