ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

টিসিবিতে দুর্নীতির অভিযোগ কম: বাণিজ্য সচিব

আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ০৩:৫৬ পিএম

সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-তে দুর্নীতির অভিযোগ অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের তুলনায়  কম বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।

সোমবার (২৫ আগস্ট) দুপুরে টিসিবির করপোরেট ট্রেডিং প্রোফাইলের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সচিব বলেন, দেশের চাহিদা ও ন্যায্য বাজার ব্যবস্থাপনায় টিসিবি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে গেলেও জনস্বার্থে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম কমবে না। 

পেঁয়াজের ঊর্ধ্বমুখী দাম সাম্প্রতিক সময়ে কিছুটা নিয়ন্ত্রণে এসেছে জানিয়ে সচিব বলেন, সরকারের সময়োপযোগী সিদ্ধান্ত এবং বাজারে কার্যকর হস্তক্ষেপের কারণেই এ সুফল মিলছে।

এ সময় তিনি আলু চাষিদের প্রসঙ্গ টেনে বলেন, আলু চাষিরা যেন ন্যায্যমূল্য পান, সেদিকেও টিসিবির দৃষ্টি রয়েছে। অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা, টিসিবির কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

DR/FJ
আরও পড়ুন