ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ব্যাংকের পার্পিচুয়াল বন্ডের জন্য মুনাফা রেট ঘোষণা

আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ০২:৪৬ পিএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং সিটি ব্যাংক পিএলসি দুটি পার্পিচুয়াল বন্ডের (চিরস্থায়ী বন্ড, যা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত) জন্য কুপন বা মুনাফা রেট ঘোষণা করেছে ব্যাংক দুটির পরিচালনা পর্ষদ। 

বুধবার (২৭ আগস্ট) বন্ড দুটির ইস্যুয়ার দুই ব্যাংক ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

তথ্য অনুযায়ী, ইসলামী ব্যাংকের আইবিবিএল মুদারাবা পার্পিচুয়াল বন্ডের (আইবিবিএলপিবন্ড) গত ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের জন্য ৭ দশমিক ২৩ শতাংশ মুনাফা রেট ঘোষণা করা হয়েছে। এই মুনাফা রেট নির্ধারণের জন্য আগামী ২৩ সেপ্টেম্বর রেকর্ড ডেট ঠিক করা হয়েছে। ইসলামী ব্যাংকের ৪২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) পরবর্তী ৩০ দিনের মধ্যে ঘোষিত মুনাফা বণ্টন সম্পন্ন করা হয়েছে। তবে এখনো ওই এজিএমের তারিখ ঘোষণা করেনি ব্যাংকটি।

অন্যদিকে, সিটি ব্যাংক পার্পিচুয়াল বন্ডের জন্য আগামী অর্ধবার্ষিকী (চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত) সময়ের জন্য কুপন রেট ঘোষণা করা হয়েছে। ইস্যুয়ার ব্যাংকটি আলোচিত সময়ের জন্য তাদের ইউনিট হোল্ডারদের ১০ শতাংশ হারে মুনাফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

SN
আরও পড়ুন