বাংলাদেশ ব্যাংকের চারজন পরিচালককে নির্বাহী পরিচালক (ইডি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। রোববার (৩১ আগস্ট) এক অভ্যন্তরীণ আদেশে এ তথ্য জানায় দেশের কেন্দ্রীয় ব্যাংক।
পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন-
- গভর্নর অফিসের পরিচালক মো. সরোয়ার হোসেন
- ব্যাংক পরিদর্শন-৩ বিভাগের পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদার
- চট্টগ্রাম অফিসের পরিচালক মো. সালাহ উদ্দিন
- বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর পরিচালক মো. মফিজুর রহমান খান চৌধুরী
এই আদেশটি স্বাক্ষর করেন বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১-এর পরিচালক মো. জবদুল ইসলাম।
বাংলাদেশ ব্যাংকের পদোন্নতি নীতিমালা-২০২২ অনুসারে এই পদোন্নতি কার্যকর হবে। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, নতুন নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্বপ্রাপ্তদের দফতর বণ্টন পরবর্তীতে নির্দেশনার মাধ্যমে জানানো হবে।
নতুন নির্বাহী পরিচালকরা কেন্দ্রীয় ব্যাংকের গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী ও তদারকি দায়িত্বে যুক্ত হয়ে দেশের আর্থিক ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করবেন বলে আশা করা হচ্ছে।
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরকে
‘সার্ভিসিং২৪’ এর উদ্যোগে বিশেষ আইটি কর্মশালা