কাস্টমস, আয়কর ও ভ্যাট–সংক্রান্ত জটিলতা সরাসরি শুনে দ্রুত সমাধান দিতে ব্যবসায়ীদের সঙ্গে নিয়মিত বৈঠকে বসবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ‘মিট দ্য বিজনেস’ শিরোনামে এই বৈঠক প্রতি মাসের দ্বিতীয় বুধবার অনুষ্ঠিত হবে।
বুধবার (৩ সেপ্টেম্বর) এনবিআরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এনবিআর জানায়, ট্রেড ফ্যাসিলিটেশনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ব্যবসায়িক পরিবেশ সহজ করতে মাঠপর্যায়ের সমস্যাগুলো চিহ্নিত ও সমাধানের লক্ষ্যে এ আয়োজন নেওয়া হয়েছে। এতে ব্যবসায়ীরা সরাসরি এনবিআর চেয়ারম্যান ও সংশ্লিষ্ট সদস্যদের সামনে তাদের সমস্যা তুলে ধরতে পারবেন।
চলতি মাসে প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হবে ১০ সেপ্টেম্বর, বিকেল ৩টায়। বৈঠকে অংশ নিতে আগ্রহী ব্যবসায়ী প্রতিনিধিদের একটি গুগল ফর্ম পূরণ করে জমা দিতে হবে।
এনবিআর আশা করছে, এই উদ্যোগের মাধ্যমে ব্যবসায়িক পরিবেশ আরও স্বচ্ছ ও গতিশীল হবে। পাশাপাশি রাজস্ব আহরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।
আমদানি-রপ্তানিকারকদের ক্ষতিগ্রস্ত করা যাবে না: এনবিআর চেয়ারম্যান