ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

টেকসই বন্ড ইস্যুর সংশোধনী প্রস্তাব অনুমোদনের সিদ্ধান্ত

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৫ এএম

টেকসই বন্ড অর্থাৎ সামাজিক বন্ড, কমলা বন্ড, লিঙ্গ-ভিত্তিক বন্ড ও সবুজ বন্ড ইস্যুর সুযোগ সৃষ্টির জন্য বাংলাদেশ সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (ঋণ সিকিউরিটিজ) বিধিমালা, ২০২১-এর সংশোধনী প্রস্তাব অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯৭২তম  কমিশন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। বিএসইসি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টেকসই বন্ড অর্থাৎ সামাজিক বন্ড, কমলা বন্ড, লিঙ্গ-ভিত্তিক বন্ড ও সবুজ বন্ড ইস্যুর সুযোগ সৃষ্টির জন্য বাংলাদেশ সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (ঋণ সিকিউরিটিজ) বিধিমালা, ২০২১-এর সংশোধনী প্রস্তাব অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়। খসড়া সংশোধনী জনমত যাচাইয়ের জন্য কমিশনের ওয়েবসাইট ও পত্রিকায় প্রকাশ করা হবে।

এই সংশোধনী বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের পুঁজিবাজারে টেকসই বিনিয়োগের সুযোগ আরো সম্প্রসারিত হবে। জনমতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে কমিশন সংশ্লিষ্ট সব মহলের পরামর্শ গ্রহণ করবে বলে জানিয়েছে বিএসইসি।

AHA
আরও পড়ুন