ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সার্ক দেশগুলোর পণ্য নিয়ে ঢাকায় বসছে বাণিজ্য মেলা  

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৯ পিএম

রাজধানী ঢাকায় শুরু হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার বৃহত্তম বাণিজ্য আয়োজন ‘সাউথ এশিয়া ট্রেড ফেয়ার- ২০২৫’।

তৈরি পোশাক থেকে ইলেকট্রনিক্স- সবই থাকবে এক ছাদের নিচে। আগামী ১৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এই মেলার উদ্বোধন করবেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসসিসিআই) এবং দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ মেলায় দক্ষিণ এশিয়ার শতাধিক প্রতিষ্ঠান অংশ নেবে।

মেলায় প্রদর্শিত হবে তৈরি পোশাক ও বস্ত্র, জেমস ও জুয়েলারি, কসমেটিকস, চামড়াজাত পণ্য, হোম অ্যাপ্লায়েন্স ও কিচেনওয়্যার, প্রক্রিয়াজাত খাদ্য এবং ইলেক্ট্রনিক্সসহ বৈচিত্র্যময় পণ্য। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে। 

MH/FJ
আরও পড়ুন