ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মেহেরপুরে কাঁচা মরিচের দাম এক লাফে দ্বিগুণ

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১২ পিএম

পূজার ছুটির কারণে বন্ধ থাকবে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি। এই খবর ছড়িয়ে পড়তেই মেহেরপুরের পাইকারি বাজারে প্রতি কেজি কাঁচা মরিচের দাম বেড়েছে ১১০ টাকা পর্যন্ত।

গত একমাস ধরে মেহেরপুর জেলার পাইকারি বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ৮০-১১০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। সেই মরিচ আজ বিক্রি হয়েছে ২১০ টাকা পর্যন্ত।

ফলে খুচরা বাজারে পড়েছে এর প্রভাব। খুচরা পর্যায়ে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২৬০-২৭০ টাকায়।

পূজোর ছুটির কারণে স্থলবন্দরগুলো দিয়ে ভারত থেকে আসছে না কাঁচা মরিচ। এতে আকস্মিক দাম বৃদ্ধি পেয়েছে বলে জানান আড়ত ব্যবসায়ীরা। 

স্থানীয় এক কৃষক জানান, চলতি মৌসুমে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হওয়ায় ব্যাপকভাবে নষ্ট হয়েছে কাঁচা মরিচের ক্ষেত। এর মধ্যে যাদের মরিচ ক্ষেত টিকে রয়েছে, তারাই লাভবান হচ্ছেন।

 

 

NJ
আরও পড়ুন