ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

এলপিজির নতুন দাম ঘোষণা কাল

আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ০৩:৩৩ পিএম

অক্টোবর মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য বাড়ছে নাকি কমছে, তা জানা যাবে আগামীকাল মঙ্গলবার। এদিন বিকালে এক মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে।

সোমবার (৬ অক্টোবর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরামকো ঘোষিত অক্টোবর (২০২৫) মাসের সৌদি সিপি অনুযায়ী এই মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্দেশনা মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল ৩টায় ঘোষণা করা হবে।

এর আগে, গত ২ সেপ্টেম্বর সবশেষ সমন্বয় করা হয় এলপি গ্যাসের দাম। সে সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ৩ টাকা কমিয়ে ১ হাজার ২৭০ টাকা নির্ধারণ করা হয়। এছাড়াও অটোগ্যাসের দামও এলপিজির পাশাপাশি ঘোষণা করা হবে ।

২০২৪ সালে ৪ দফায় কমেছিল এলপিজি ও অটোগ্যাসের দাম, পরে ৭ দফায় বাড়ানো এর দাম। এ দফা ছিল অপরিবর্তিত। গত বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর বাড়ানো হয়েছিল এলপিজি ও অটোগ্যাসের দাম। আর দাম কমেছিল এপ্রিল, মে, জুন ও নভেম্বরে। তবে ডিসেম্বরে দাম অপরিবর্তিত ছিল ।

MH/AHA
আরও পড়ুন