গত চার মাস ধরে রাজধানীর বাজারে সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে স্বস্তি নেই। বাজারে শুধু মাত্র পেঁপে ছাড়া সব সবজির দাম ৮০ থেকে ১০০ এর ঘরে। বাড়তি দাম অব্যাহত রয়েছে পেঁয়াজ, ডিম, আদা, রসুন ও মুরগির মাংসে। এতে করে সংসার চালাতে হিমসিম খাচ্ছে নিম্ন ও মধ্যবিত্তরা।
শুক্রবার (১০ অক্টোবর) সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র।
প্রতিকেজি পটল বিক্রি হচ্ছে ৭০ টাকায়, বেগুন (গোল) প্রতি কেজি ১৬০ টাকা আর (লম্বা) প্রতি কেজি ১০০ টাকা। সিম বিক্রি হচ্ছে ১৮০ টাকা কেজিতে, ঢেঁড়স ও শসা ৮০ টাকা, গাজর ১২০ টাকা, টমেটো ১২০ টাকা, কচুর মুখি বিক্রি হচ্ছে ৫০ টাকা। এছাড়া কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে।
এছাড়া পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি। দেশি আদার দাম ২২০ টাকা, বিদেশি আদা ২০০ টাকা, রসুন ১৬০ টাকা। তবে আলু কিছুটা স্থিতিশীল, বিক্রি হচ্ছে ২০ টাকা কেজিতে।
ফার্মের ডিম প্রতি ডজনে ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে লাল ১৪০ টাকায়, সাদা ১৩৫ টাকায়। সোনালি মুরগি ৩০০ টাকা, ব্রয়লার মুরগির দাম রাখা হচ্ছে ১৮০ টাকা কেজি। যা গত সপ্তাহের দামের চেয়ে কেজিতে ১০ টাকা বেড়েছে।
বাজারে আসা ক্রেতারা বলছেন, সবজির দাম এখনো নাগালের বাইরে। সিম-বেগুন এখনো ১৮০-১৪০ টাকায় বিক্রি হচ্ছে, আলু ছাড়া আর কিছুই কম দামে নেই।
মগবাজারের সবজি বিক্রেতা জব্বার আলী বলেন, টানা কয়েকদিন ধরে বৃষ্টির কারণে খেত ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর প্রভাবে আরও কিছুটা দাম বেড়েছে সবজির। পাইকারি বাজারেও দাম খুব একটা কমেনি।
এছাড়া বেশিরভাগ সবজির মৌসুম শেষ হওয়ায় সেই সবজিগুলোর দাম বাড়তে যাচ্ছে। কিছুদিনের মধ্যেই নতুন সবজি উঠতে শুরু করবে, তখন থেকে সবজির দাম কমে যাবে বলে জানান এ বিক্রেতা।
আরও ১০ কোটি ৭০ লাখ ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক