ঢাকা
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সোনার নতুন দাম কার্যকর আজ থেকে

আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ১২:৫৩ পিএম

চলতি বছরে আবারও বেড়েছে সোনার দাম। এতে দেশের বাজারে সোনার দামে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, মঙ্গলবার (১৪ অক্টোবর) থেকে নতুন দর কার্যকর হবে।

সোমবার (১৩ অক্টোবর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং এর বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, সর্বোচ্চ মানের বা ২২ ক্যারেট সোনার দাম প্রতি ভরিতে ৪ হাজার ৬১৮ টাকা বাড়ানো হয়েছে। ফলে এখন ২২ ক্যারেটের এক ভরি (১১.664 গ্রাম) সোনা নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা।

এর আগে ৯ অক্টোবর সর্বশেষ সোনা দাম বাড়ানো হয়েছিল, তখন ২২ ক্যারেট সোনার দাম ছিল ২ লাখ ৯ হাজার ১০১ টাকা।

এখন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ৪ হাজার ৪০৯ টাকা বাড়িয়ে ২ লাখ ৪ হাজার ৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনায় ৩ হাজার ৬৭৬ টাকা বাড়িয়ে নতুন দাম ১ লাখ ৭৪ হাজার ৮৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ৩ হাজার ২১৯ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৫২০ টাকা।

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি, ডলার বিনিময় হার এবং ভরির দামে পরিবহন ও উৎপাদন ব্যয়ের বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চলতি বছর একাধিকবার সোনার দাম বাড়ানো হয়েছে। এতে সাধারণ ক্রেতা থেকে শুরু করে ব্যবসায়ীরা মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন।

DR/SN
আরও পড়ুন