এক্সিম ব্যাংকের ১৩২তম শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে এ সভা হয় বলে ব্যাংকের কর্পোরেট বিষয়ক ও ব্র্যান্ডিং বিভাগের প্রধান ও নির্বাহী সহ-সভাপতি সঞ্জীব চ্যাটার্জীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপিতে জানানো হয়।
এতে জানানো হয়, ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. আবু নোমান মো. রফিকুর রহমান সভায় সভাপতিত্ব করেন।
সভায় উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য মুহাম্মদ মুহিবুল্লাহিল বাকি, মুফতি মুইনুল ইসলাম, এক্সিম ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম স্বপন, ব্যবস্থাপনা পরিচালক (বর্তমান দায়িত্ব) আব্দুল আজিজ এবং নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও শরিয়াহ সচিবালয়ের প্রধান মোহাম্মদ জুলকারনাইন।
সভায় ব্যাংকের সামগ্রিক কার্যক্রমের শরিয়াহ মেনে চলার বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
এক হয়ে গেল পদ্মা ও এক্সিম ব্যাংক