ওষুধ ও রসায়ন খাতের শীর্ষস্থানীয় কোম্পানি রেনাটা পিএলসি ফিনল্যান্ডে ‘পার্কাডিন’ নামে ১০০ মিলিগ্রাম অ্যামান্টাডিন ক্যাপসুল চালু করেছে। যা দেশটিতে প্রথম এবং একমাত্র নিবন্ধিত জেনেরিক ওষুধ হিসেবে স্বীকৃতি পেয়েছে। পাশাপাশি ডেনমার্ক, সুইডেন ও নরওয়েতেও একইসঙ্গে পণ্যটি উন্মুক্ত করা হয়েছে।
রেনাটার নতুন এই ওষুধটি উৎপাদন করা হয়েছে কোম্পানির রাজেন্দ্রপুর জেনারেল ফ্যাসিলিটিতে, যা ইউরোপিয়ান জিএমপি অনুমোদনপ্রাপ্ত। প্রতিষ্ঠানটি জানিয়েছে, অ্যামান্টাডিন মূলত পার্কিনসন্স রোগের লক্ষণগত চিকিৎসায় ব্যবহৃত হয় এবং এটি মনোথেরাপি হিসেবে অথবা লেভোডোপার সঙ্গে সংমিশ্রণেও প্রয়োগযোগ্য।
কোম্পানির দেওয়া তথ্য মতে, ইউরোপের এই বাজারে প্রবেশ তাদের বৈশ্বিক সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি তাদের আন্তর্জাতিক উপস্থিতিকে আরও দৃঢ় করবে এবং বিশ্বজুড়ে উচ্চমানের ও সহজলভ্য ওষুধ সরবরাহের প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন গতি দেবে।
এর আগে গত ১০ সেপ্টেম্বর কানাডার বাজারে প্রথমবারের মতো ওষুধ বাণিজ্যিকীকরণ করার কথা জানায় রেনাটা। কোম্পানিটি কানাডার বাজারে ডেসোজেস্ট্রেল দশমিক ১৫ মিলিগ্রাম এবং ইথিনাইল এস্ট্রাডিওল দশমিক শূন্য ৩ মিলিগ্রাম ট্যাবলেট বাণিজ্যিকীকরণ শুরু করেছে। কানাডিয়ান জেনেরিক ফার্মাসিউটিক্যাল কোম্পানি অ্যাম্বিকেয়ার ফার্মাসিউটিক্যালস ইনকর্পোরেটেডের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে ‘মাইলি ২১’ এবং ‘মাইলি ২৮’ ব্র্যান্ড নামে ওষুধ দুটি বাণিজ্যিকীকরণ করা হচ্ছে।
সেপ্টেম্বরের শুরুতেই যুক্তরাজ্যের বাজারে ফ্লুড্রোকোর্টিসোন দশমিক ১ মিলিগ্রাম ট্যাবলেট বাণিজ্যিকীকরণ শুরুর কথা জানিয়েছিল রেনাটা। ফ্লুড্রোকোর্টিসোন দশমিক ১ মিলিগ্রাম ট্যাবলেট প্রাথমিক অ্যাডিসন রোগ এবং লবণ-হ্রাসকারী অ্যাড্রেনোজেনিটাল সিন্ড্রোমের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। যুক্তরাজ্যের ওষুধ ও স্বাস্থ্যসেবা পণ্য নিয়ন্ত্রক সংস্থা (ইউকে এমএইআরএ) কর্তৃক রেনাটার ওষুধটি শক্তিশালী পণ্য হিসেবে অনুমোদিত হয়েছে। যা রেনাটা (ইউকে) লিমিটেডের অধীনে দেশটিতে বাণিজ্যিকীকরণ করা হচ্ছে।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে যুক্তরাজ্যের বাজারে ক্যাবারগোলিন দশমিক ৫ মিলিগ্রামের একটি ওষুধের জেনেরিক সংস্করণের প্রথম চালান পাঠায় রেনাটা পিএলসি। ওই ওষুধটি হাইপারপ্রোল্যাক্টিনেমিয়া ও পারকিনসন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়।
যুক্তরাষ্ট্রের বাজারে রেনাটার রিসপেরিডোন (মানসিক বৈকল্যের চিকিৎসায় ব্যবহৃত) এবং ক্যাবারগোলিনসহ (হাইপারপ্রোল্যাকটিনেমিয়া এবং পারকিনসন রোগের চিকিৎসায় ব্যবহৃত) বেশকিছু ওষুধ রপ্তানি করা হচ্ছে। এ ছাড়া, অস্ট্রেলিয়ার বাজারে রেনাটার গর্ভনিরোধক পিল লেভোনরজেস্ট্রেল ১ দশমিক ৫ মিলিগ্রাম বিক্রি হচ্ছে, যা নোভেলা-১ নামে বাজারজাত করা হচ্ছে।
এমপিদের অখালাসকৃত ৩১টি গাড়ি হস্তান্তরের নির্দেশ
রমজানে নিত্যপ্রয়োজনীয় ১০ পণ্য আমদানিতে বিশেষ সুবিধা