ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

কক্সবাজারে বাস যাত্রা হবে নিরাপদ

ঈদ যাত্রা ও ফিরতি ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে চালকদের রিয়েল-টাইম তদারকি ও পরিবহন কর্তৃপক্ষকে যথাযথ জবাবদিহিতার আওতায় আনার উদ্যোগ নিয়েছে পুলিশ।

আপডেট : ২১ মার্চ ২০২৫, ০৬:৪৯ পিএম

কক্সবাজারে পর্যটকদের ভ্রমণ নিরাপদ ও স্বাচ্ছন্দময় করে তুলতে নানা সুযোগ-সুবিধা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে পুলিশ প্রশাসন।

খোঁজ নিয়ে জানা গেছে, ট্রাফিক ব্যবস্থাপনায় ‘অনলাইন বাস টার্মিনাল’ ওয়েবসাইটে চালু হয়েছে যাত্রী সেবা নিয়ে রেটিং, রিভিউ ও ছবিসহ অভিযোগ জানানোর সুবিধা।

সড়ক নিরাপত্তা জোরদারে সরকারি ও বেসরকারি পর্যায়ে নানা উদ্যোগে হ্রাস পেয়েছে দুর্ঘটনা। মহাসড়কে নির্ধারণ করা হয়েছে বাসের সর্বোচ্চ গতিসীমা।

ঈদ যাত্রা ও ফিরতি ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে চালকদের রিয়েল-টাইম তদারকি ও পরিবহন কর্তৃপক্ষকে যথাযথ জবাবদিহিতার আওতায় আনার উদ্যোগ নিয়েছে পুলিশ।

আন্তঃজেলার বাসগুলোর দৃশ্যমান স্থানে লাগানো হয়েছে কিউআর কোড সম্বলিত ওবিটি'র  স্টিকার।  এই কিউআর কোড স্ক্যান করে কিংবা  অনলাইন বাস টার্মিনাল এর ওয়েবসাইট (www.obtcoxsbazar.com) এ ভিজিট করে যাত্রীরা পরিবহন সম্পর্কে তাদের মতামত জানাতে পারবেন। এসব মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ট্রাফিক পুলিশ।

ওবিটি'র ডাটাবেসে কক্সবাজার রুটে চলাচলরত মোট ১২৬টি পরিবহনের প্রায় এক হাজার ৮০০টি বাস এবং প্রায় দুহাজার ছবিসহ চালক ও গাইডের তথ্য অন্তর্ভুক্ত রয়েছে। সব বাসের ফিটনেস ও রুট পারমিটের হালনাগাদ তথ্যও রয়েছে ওবিটি'র ডাটাবেসে।

যাত্রীদের মতামতের ভিত্তিতে সুদক্ষ চালকদের পুরস্কৃত ও ঝুঁকিপূর্ণ চালকদের প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা রয়েছে পুলিশের।

br
আরও পড়ুন