ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ভ্রমণের সময় বাজেট শেষ? টিপসেই মিলবে সমাধান

আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ১০:৫১ এএম

ভ্রমণের সময় শেষ মুহূর্তে বাজেট গড়বড় হওয়াটা সাধারণ বিষয়। নির্ধারিত খরচের বাইরে বাড়তি কিছু ব্যয় আনন্দ নষ্ট করে দিতে পারে। তবে কিছু বিষয় মেনে চললেই খরচ সহজেই নিয়ন্ত্রণে রাখা যায়।

হোটেল বুকিংয়ে সাবধানতা

অনলাইনে বুকিং করতে গেলে অনেক সময় লোভনীয় অফার দেখা যায়। কিন্তু পরে দেখা যায় হিডেন চার্জ বা ট্যাক্স যোগ হয়ে খরচ বেড়ে গেছে। তাই বুকিং করার আগে সরাসরি হোটেল কর্তৃপক্ষের সঙ্গে ফোনে বা মেসেঞ্জারে যোগাযোগ করুন। অনেক ক্ষেত্রে স্থানীয় ডিসকাউন্ট বা বিশেষ সুবিধা পাওয়া যায়।

পর্যটক দেখলেই বাড়তি দাম

বাংলাদেশের যেকোনো জনপ্রিয় পর্যটন কেন্দ্রে গেলেই পর্যটকদের জন্য দাম বেড়ে যায়। হোক সেটা রিকশা-সিএনজি ভাড়া, খাবারদাবার বা স্যুভেনির শপ-সবকিছুই স্থানীয়দের তুলনায় পর্যটকদের বেশি দিতে হয়। তাই দরদাম করতে শিখুন, আর অপ্রয়োজনীয় জিনিস কেনা থেকে বিরত থাকুন।

যাতায়াত খরচ আগে হিসেব করুন

ভ্রমণে সবচেয়ে বেশি খরচ হয় যাতায়াতের পেছনে। অনেক সময় সঠিক রুট না জানার কারণে বা হুটহাট গাড়ি বদলানোর ফলে খরচ বেড়ে যায়। তাই যাত্রার আগে ট্রেন, বাস বা প্লেনের টিকিট কেটে রাখুন। প্রয়োজনে রাইড-শেয়ারিং অ্যাপ ব্যবহার করুন, এতে বাজেট নিয়ন্ত্রণে থাকবে।

পার্কিং চার্জ ভুলবেন না

নিজের গাড়ি নিয়ে ভ্রমণে গেলে আলাদা করে পার্কিং চার্জ ধরতে হবে। কারণ অনেক দর্শনীয় স্থানে ঘণ্টা বা দিনের হিসেব অনুযায়ী পার্কিং ভাড়া নেয়া হয়। বাজেট প্ল্যানে আগে থেকেই এ খরচ লিখে রাখলে পরে ঝামেলা কমবে।

পানি ও খাবারের বাড়তি খরচ কমান

ট্যুরিস্ট স্পটে এক বোতল পানির দাম ঢাকার দ্বিগুণ বা তিনগুণ। তাই ব্যাগে পানি, বিস্কুট, বাদাম, চকোলেটের মতো শুকনো খাবার রাখুন। এতে বাড়তি খরচ বাঁচবে, আবার প্রয়োজনে খাওয়ার মতো কিছু থাকবে।

সিজন এড়িয়ে ভ্রমণ

ঈদ, পূজা বা সরকারি ছুটির মৌসুমে হোটেল ভাড়া থেকে শুরু করে গাড়ি ভাড়া সবকিছুর দাম বেড়ে যায়। সম্ভব হলে অফ-সিজনে ভ্রমণের চেষ্টা করুন। এতে কম খরচে আরামে ভ্রমণ করা যাবে।

আগে থেকে প্ল্যান করলে খরচ কমে

শেষ মুহূর্তে টিকিট কাটা বা হোটেল বুক করলে সবসময় খরচ বেশি হয়। অন্তত এক মাস আগে ট্রাভেল প্ল্যান (ভ্রমণ পরিকল্পনা) করলে অগ্রিম বুকিং ডিসকাউন্ট পাওয়া যায়। এতে বাজেটও নিয়ন্ত্রণে থাকবে।

Travel৭

ডিজিটাল পেমেন্টে ক্যাশব্যাক সুবিধা

অনেক সময় ব্যাংক কার্ড বা মোবাইল ওয়ালেট ব্যবহার করলে হোটেল বুকিং বা টিকিট কেনায় ক্যাশব্যাক পাওয়া যায়। এসব অফার কাজে লাগাতে পারলে কয়েকশ থেকে কয়েক হাজার টাকা পর্যন্ত সাশ্রয় সম্ভব।

ভ্রমণ মানেই শুধু নতুন জায়গা দেখা নয়, বরং আনন্দের স্মৃতি তৈরি করা। কিন্তু বাজেট ভেঙে গেলে সেই আনন্দ ম্লান হয়ে যায়। তাই একটু সচেতনতা আর আগেভাগে পরিকল্পনা করে নিলে ভ্রমণ হবে নির্ঝঞ্ঝাট ও বাজেট-ফ্রেন্ডলি।

NB/SN
আরও পড়ুন