অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সমুদ্রসৈকতে বন্দুকধারীদের সশস্ত্র হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে একটি ১২ বছর বয়সী শিশুও রয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় সমুদ্রতীরে আয়োজিত এই ধর্মীয় অনুষ্ঠানে দুই বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালালে আরও বেশ কয়েক জন আহত হন।
ঘটনাটিকে ইহুদিবিদ্বেষী সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।
নিউ সাউথ ওয়েলসের স্বাস্থ্য মন্ত্রী রায়ান পার্ক জানান, রাতের মধ্যে নিহতের সংখ্যা ১২ থেকে বেড়ে ১৬ হয়েছে। আহতদের মধ্যে আরও তিন শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
প্রথম দিনের হনুকা উপলক্ষে রোববার শত শত মানুষ বন্ডি বিচে জড়ো হয়েছিলেন। ঠিক সেই সময় হামলাকারীরা গুলি চালায়। ঘটনাস্থলে পুলিশ দ্রুত পৌঁছায়। পুলিশের গুলিতে এক হামলাকারী নিহত হয় এবং অপরজনকে গ্রেপ্তার করা হয়। সেও আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
কর্তৃপক্ষ জানিয়েছে, হামলাকারীদের একজন আগে থেকেই নিরাপত্তা সংস্থার নজরে ছিলেন, যদিও কোনো নির্দিষ্ট হুমকির তথ্য ছিল না।
নিউ সাউথ ওয়েলস পুলিশের কমিশনার ম্যাল ল্যানিয়ন অন্তত ২৯ জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন, যাদের মধ্যে দুইজন পুলিশ সদস্যও রয়েছেন।
অস্ট্রেলিয়ায় হামলাকারীর অস্ত্র ছিনিয়ে প্রশংসায় ভাসছেন মুসলিম যুবক