প্রশংসায় ভাসছেন অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সৈকতে প্রাণঘাতী হামলার সময় এক অস্ত্রধারীকে ধরাশায়ী করা পথচারী। বীরোচিত পদক্ষেপে হামলাকারীর কাছ থেকে রাইফেল ছিনিয়ে নেওয়া আহমেদ আল আহমেদ নামের মুসলিম ওই পথচারীকে ‘বীর’ আখ্যা দিয়ে প্রশংসায় ভাসাচ্ছেন দেশটির নাগরিকরা।
ভিডিওতে দেখা যায়, একটি গাড়ির আড়ালে থেকে আকস্মিকভাবে বন্দুকধারী ওপর হামলে পড়ে বন্দুক ছিনিয়ে নেন আহমেদ। এরপর সেই বন্দুক হামলাকারীর দিকে তাক করেন তিনি। জীবন বাজি রেখে হামলাকারীকে নিরস্ত্র করায় বহু মানুষের প্রাণ বেঁচে যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায়, ৪৩ বছর বয়সী ফলের দোকানি আহমেদ আল আহমেদের পরনে সাদা শার্ট ও প্যান্ট। গাড়ি পার্কিং এলাকায় কালো শার্ট পরা এক ব্যক্তির দিকে হঠাৎ দৌড়ে যান তিনি। ওই ব্যক্তির হাতে একটি রাইফেল ছিল।
এরপর তিনি পেছন দিক থেকে ঝাঁপিয়ে পড়ে সশস্ত্র ওই ব্যক্তির হাত থেকে রাইফেল কেড়ে নেন আহমেদ এবং অস্ত্রটি তার দিকেই তাক করেন।
ভিডিওতে দেখা যায়, কালো শার্ট পরা ব্যক্তি একটি সেতুর দিকে পিছিয়ে যেতে থাকেন, যেখানে আরেকজন হামলাকারী অবস্থান করছিলেন। এ সময় আহমেদ আল আহমেদ অস্ত্রটি মাটিতে রেখে দেন।
দেশটির নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের প্রধানমন্ত্রী ক্রিস মিনস ওই পথচারীকে ‘প্রকৃত নায়ক’ অভিহিত করে বলেন, ভিডিওটি তার দেখা সবচেয়ে অবিশ্বাস্য দৃশ্য। মিনস বলেন, তার সাহসিকতার কারণেই আজ রাতে অসংখ্য মানুষ বেঁচে আছেন।
হনুকা ইহুদি ধর্মীয় উৎসব উপলক্ষে আয়োজিত ওই সমুদ্রসৈকত অনুষ্ঠানে গোলাগুলির ঘটনায় একজন সন্দেহভাজন হামলাকারী নিহত হন এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন। হামলায় অন্তত ১১ জন নিহত ও আরও এক ডজন মানুষ আহত হয়েছেন। এই ঘটনায় তৃতীয় কোনও হামলাকারী জড়িত ছিলেন কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
তবে তাৎক্ষণিকভাবে ওই পথচারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। যদিও অস্ট্রেলিয়ার স্থানীয় সংবাদমাধ্যম সেভেন নিউজ আহমেদ আল আহমেদের পরিচয় নিশ্চিত হয়েছে। অপর হামলাকারী তাকে লক্ষ্য করে গুলি ছুড়েছে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বিপদের মুখে সহায়তায় এগিয়ে আসা অস্ট্রেলীয়দের প্রশংসা করেন। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই অস্ট্রেলীয়রা নায়ক, আর তাদের সাহসিকতা জীবন বাঁচিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে তাদের প্রশংসা প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একজন লিখেছেন, বেশির ভাগ মানুষ বিপদ থেকে পালিয়ে যান। কিন্তু বন্ডি সৈকতে হত্যাকাণ্ডের সময় উপস্থিত এই মানুষটি তা করেননি।
আরেকজন লেখেন, ‘‘বন্ডি সৈকতে এক সন্ত্রাসীর কাছ থেকে অস্ত্র কেড়ে নিয়ে এই অস্ট্রেলীয় ব্যক্তি বহু প্রাণ বাঁচিয়েছেন। তিনিই আমাদের নায়ক।’’সূত্র: রয়টার্স।
প্রধান উপদেষ্টাকে ফোন করে জাতিসংঘ মহাসচিবের শোক প্রকাশ