তাইওয়ানে ৫.১ মাত্রার ভূমিকম্প

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৭:১৫ পিএম

তাইওয়ানের পূর্বাঞ্চলীয় হুয়ালিয়েন শহরে ৫.১ মাত্রার একটি মাঝারি ধরনের ভূমিকম্প আঘাত হেনেছে। 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেলে এই কম্পন অনুভূত হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও তাইওয়ানের আবহাওয়া প্রশাসন এই তথ্য নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, তাইওয়ানের পূর্ব উপকূলে মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পে রাজধানী তাইপের বিভিন্ন ভবনও কিছু সময়ের জন্য কেঁপে উঠেছে।

আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল হুয়ালিয়েন শহর থেকে ১৮ কিলোমিটার দূরে সমুদ্রের তলদেশে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৩১.৬ কিলোমিটার।

তাইওয়ান দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় সেখানে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। ২০১৬ সালে তাইওয়ানের দক্ষিণাঞ্চলে ভূমিকম্পে শতাধিক মানুষের প্রাণহানি ঘটে।

আর ১৯৯৯ সালে ৭.৩ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে এই দ্বীপ ভূখণ্ডে দুই হাজারেরও বেশি মানুষ নিহত হন।

সূত্র : রয়টার্স।

NB/FJ
আরও পড়ুন