রণধীর জয়সওয়াল

তারেক রহমানের প্রত্যাবর্তনকে নির্বাচনের প্রেক্ষাপটে দেখা উচিৎ

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৮ এএম

দীর্ঘ ১৭ বছর পর যুক্তরাজ্য থেকে বাংলাদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই প্রত্যাবর্তনকে নির্বাচনের প্রেক্ষাপটে দেখা উচিত বলে মন্তব্য করেছেন।

২৬ ডিসেম্বর শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এক ভারতীয় সাংবাদিক তারেক রহমানের বাংলাদেশে ফেরত আসা নিয়ে প্রশ্ন করলে তিনি জানান, “ভারত বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনকে সমর্থন করে। তারেক রহমানের প্রত্যাবর্তনকেও সেই দৃষ্টিকোণ থেকে দেখা উচিত।”

বাংলাদেশের আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নিয়ে প্রশ্ন করলে রণধীর জয়সওয়াল সংক্ষেপে বলেন, “ভারত বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করে।”

সংখ্যালঘুদের বিরুদ্ধে অব্যাহত বৈরিতা নিয়ে প্রশ্নে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, “আমরা এসবের নিন্দা জানাচ্ছি এবং অপরাধীদের বিচার নিশ্চিত হওয়ার প্রত্যাশা করছি।”

তবে ভারতের রাজধানী দিল্লিসহ বিভিন্ন স্থানে বাংলাদেশের মিশন ও ভিসা সেন্টার ঘিরে সাম্প্রতিক বিক্ষোভ ও সহিংসতার বিষয়ে কোনো মন্তব্য করেননি মন্ত্রণালয়ের মুখপাত্র।

এর আগে ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরেন তারেক রহমান। ঢাকার কেন্দ্রস্থলে তার সংবর্ধনা অনুষ্ঠানে লাখো বিএনপি নেতাকর্মী অংশ নেন।

HN
আরও পড়ুন