ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

লিজ ট্রাসের ফোন হ্যাক করেছিল রাশিয়ানরা

আপডেট : ১৮ মে ২০২৫, ০৫:৫০ পিএম

খবর সংযোগ ডেস্ক: লিজ ট্রাস পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্বপালনের সময় ব্যক্তিগত ফোন হ্যাক হয়েছিল।  সেটি করেছিলেন কিছু রাশিয়ার নাগরিক। আরটি

শনিবার প্রকাশিত ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, লিজ ট্রাস পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন তার ব্যক্তিগত ফোনটি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষে কাজ করা সন্দেহভাজন এজেন্টরা হ্যাক করেছিল।

এই এজেন্টরা ট্রাসের ঘনিষ্ঠ বন্ধু কোয়াসি কোয়ার্টেংয়ের সাথে আদান-প্রদান করা ব্যক্তিগত বার্তা ছাড়াও আন্তর্জাতিক মিত্রদের সাথে আলোচনার ‘অত্যন্ত গোপনীয় তথ্যে বিশদভাবে’ প্রবেশাধিকার পেয়েছিল।
হ্যাক হওয়া বার্তাগুলোতে ইউক্রেনের যুদ্ধ সম্পর্কে বিশ্বের অনেক দেশের সিনিয়র পররাষ্ট্রমন্ত্রীদের বার্তা অন্তর্ভুক্ত ছিল বলে মনে করা হচ্ছে। এমনকি এসব বার্তায় ইউক্রেনে অস্ত্রের চালান সম্পর্কে বিশদ বিবরণসহ অন্যান্য আলোচনাও অন্তর্ভুক্ত ছিল।

লিজ ট্রাস ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর দেড় মাসের মাথায় পদত্যাগ করেন। এরপর ট্রাস গত সপ্তাহে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর পদ ছেড়েছেন এবং ঋষি সুনাক তার স্থলাভিষিক্ত হয়েছেন।

AHR
আরও পড়ুন