কোরআন অবমাননা বন্ধে আইন পাস করেছে ডেনমার্ক। এই আইন ভঙ্গ করলে জরিমানা বা দুই বছরের কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছে দেশটির সরকার। ‘প্রকাশ্যে’ কোরআন অবমাননা বন্ধে ডেনমার্কের পার্লামেন্টে আইনটি ৯৪-৭৭ ভোটে পাস হয়েছে। তবে ৮ জন আইনপ্রণেতা ভোট দেননি।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ডেনমার্কের পার্লামেন্টে এ সংক্রান্ত একটি বিল পাস হয় বলে জানিয়েছে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
ডেনমার্কে চলতি বছর মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন অবমাননার পরপর কয়েকটি ঘটনা ঘটে। তখন মত প্রকাশের স্বাধীনতার কথা বলে ঘটনাগুলো এড়িয়ে যায় দেশটির সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী। এসব ঘটনায় ক্ষোভে ফুঁসে ওঠে মুসলিম বিশ্ব। এ ধরনের কার্যক্রম বন্ধে ড্যানিশ সরকারের প্রতি আহ্বান জানায় আরব দেশগুলো। অবশেষে পবিত্র কোরআন অবমাননা বন্ধে আইন পাস করেছে ডেনমার্ক।
এখন থেকে আইন অনুযায়ী, কোনো ধর্মের মানুষের কাছে ধর্মীয় তাৎপর্যপূর্ণ গুরুত্ব রয়েছে এমন কোনো লেখা বা বস্তু প্রকাশ্যে বা বৃহত্তর মানুষের কাছে প্রচারের লক্ষ্যে ‘অনুপযুক্ত আচরণকে’ অপরাধ হিসেবে গণ্য করার বিধান রাখা হয়েছে। আইন লঙ্ঘন করলে জরিমানা বা দুই বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
সূত্র: আল-জাজিরা, বিবিসি
