ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

জীবাশ্ম জ্বালানির ভাগ্য নির্ধারণে মতভেদ

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩, ১২:০১ পিএম

জীবাশ্ম জ্বালানির ভাগ্য নির্ধারণে তৈরি হয়েছে মতভেদ। তা নিরসনে চুক্তির আহ্বান জানিয়েছেন জাতিসংঘ জলবায়ু সম্মেলনের সভাপতি আরব আমিরাতের সুলতান আহমেদ আল জাবের। কপ-২৮ সম্মেলনে অংশ নেওয়া দেশগুলোর প্রতি তিনি এই আহ্বান জানান।

সুলতান আল জাবের বলেন, আলোচনা ঐতিহাসিক ঘোষণা দেওয়ার দ্বারপ্রান্তে। তবে জীবাশ্ম জ্বালানি পুরোপুরি বিলুপ্ত হওয়ার পথে রয়েছে।

দুবাইয়ে চলতে থাকা জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ-২৮ মঞ্চে জীবাশ্ম জ্বালানি সংক্রান্ত বিতর্ককে ইতিবাচক ধারায় নিয়ে আসতে মরিয়া অনেক দেশের সরকার। উন্নয়নশীল বিশ্ব বরাবরই অভিযোগ করে। উন্নত বিশ্ব দূষণে অবদান রাখে বেশি এবং তারা দরিদ্রদের জন্য তহবিলও জোগান দেয় না। এ অবস্থায় আরও একবার সরব হয়ে এশিয়া, আফ্রিকাসহ প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর প্রতিনিধিরা দাবি তুলছে। তারা বলছে, জীবাশ্ম জ্বালানি থেকে বের হওয়ার উপযুক্ত সময় এখনই।

কপ-২৮ মঞ্চে নেদারল্যান্ডসভিত্তিক পরিবেশবাদী সংগঠন গ্রিনপিসের প্রতিনিধিদলের প্রধান কাইসা কসোনেন বলেন, সমাধান প্রস্তুতই রয়েছে। আর তা হচ্ছে- সহজ ও দ্রুত নবায়নযোগ্য জ্বালানির দিকে ধাবিত হওয়া।

কিন্তু তেল ও গ্যাস কোম্পানির রেকর্ডসংখ্যক প্রতিনিধি, তেল কোম্পানির সভাপতিত্বে কপ সম্মেলন এবং কার্বন দূষণ কমানোর পরিবর্তে ক্যাপচারিংয়ের পক্ষে আওয়াজ তোলা প্রচারকদের রেকর্ড উপস্থিতি দুবাইয়ে। এতসব বাস্তবতার ভিড়ে জীবাশ্ম বাতিল হবে কি না তা বুঝতে আগামী মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করতে হবে।

ডেনমার্কের জলবায়ু মন্ত্রী ডান জানগেনসেন বলেন, আমরা প্রকৃতির সঙ্গে দফারফা করতে পারি না। জলবায়ু ছাড় দেওয়ার বিষয় নয়। কোনো সুবচন বিন্দুমাত্র পরিবর্তন বয়ে আনতে পারে না, যতক্ষণ না আমরা কোনো কাজের কাজ করি। তিনি বলেন, দেড় ডিগ্রি সেলসিয়াসে উষ্ণায়ন সীমিত রাখার লক্ষ্যকে বাঁচিয়ে রাখতে এটিই আমাদের শেষ সুযোগ।

বিজ্ঞানীরা এরমধ্যে সতর্ক করেছেন, পৃথিবী দেড় ডিগ্রি সেলসিয়াসের লক্ষ্যমাত্রা অর্জনের পথে নেই। সাম্প্রতিক প্রবণতা অব্যাহত থাকতে উষ্ণায়ন ৩ ডিগ্রি সেলসিয়াসে উন্নীত হতে পারে। এ বছর সবচেয়ে উষ্ণতম তকমা পেয়েছে।

সূত্র : এএফপি

এফআই
আরও পড়ুন