ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সাংবাদিক লিরার ভবিষ্যৎ নিয়ে ইলন মাস্কের উদ্বেগ

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ১১:২৯ এএম

ইউক্রেনে আটক যুক্তরাষ্ট্রের সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা গঞ্জালো লিরার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মহাকাশ ভ্রমণ সংস্থা স্পেসএক্স-এর প্রধান নির্বাহী ইলন মাস্ক। এক্স-এ এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কাছে লিরার বিষয়ে জানতে চেয়েছেন তিনি।

বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধে কিয়েভের পাশে থাকার পরও, যুক্তরাষ্ট্রের একজন সচেতন নাগরিককে কীভাবে আটকে রাখা হয়!

লিরাকে আটকের বিষয়ে বরাবরই চুপ যুক্তরাষ্ট্র। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলারও এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যান।

গঞ্জালো লিরা একাধারে সাংবাদিক, ব্লগার, লেখক ও চলচ্চিত্র নির্মাতা। ইংরেজি ও স্প্যানিশ ভাষায় তিনি বেশ কয়েকটি উপন্যাস লিখেছেন। এরমধ্যে স্পাই থ্রিলার অ্যাক্রোব্যাট অন্যতম। এছাড়া অনলাইনে তিনি কোচ রেড পিল নামে পরিচিত। পুরুষ দর্শকের কাছে লাইফস্টাইল বিষয়ে কনটেন্ট বানিয়ে পরিচিতি পেয়েছেন লিরা।

সূত্র : আল জাজিরা

FI
আরও পড়ুন