ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের আওতায় যুক্তরাষ্ট্র

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ১২:০৭ পিএম

স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কয়েক ঘণ্টা পরই আন্তঃমহদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।

সোমবার (১৮ ডিসেম্বর) রাজধানী পিয়ংইয়ংয়ের কাছে উত্তর সমুদ্র উপকূল থেকে ক্ষেপনাস্ত্রটি নিক্ষেপ করা হয়। এ বছর পঞ্চমবারের মতো আইসিবিএম ছুড়ল উত্তর কোরিয়া। 

জাপানের প্রতিরক্ষাবিষয়ক পার্লামেন্টারি ভাইস মিনিস্টার শিনগো মিয়াকে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ক্ষেপণাস্ত্রটি ১৫ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের যেকোনো জায়গায় আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র।

দক্ষিণ কোরিয়া জানায়, পরীক্ষার সময় এই ক্ষেপণাস্ত্র প্রায় এক হাজার কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করে।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, প্রায় ৭৩ মিনিটের মতো উড়েছিল ক্ষেপণাস্ত্রটি। ৬ হাজার কিলোমিটার উচ্চতা পর্যন্ত উঠে এটি হোক্কাইডো দ্বীপের পশ্চিমে গিয়ে পড়ে।

FI
আরও পড়ুন