ভারতের কেন্দ্রীয় ব্যাংকসহ মুম্বাইয়ের ১১টি স্থানে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দ্য হিন্দু ও ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) দপ্তরে পাঠানো এক ইমেইলে এ হুমকি দেওয়া হয়।
প্রতিবেদনে বলা হয়, রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার মুম্বাই সদর দপ্তরে হুমকি দিয়ে ইমেইল পাঠানো হয়। হুমকিদাতা সেখানে তার দুটি দাবির কথা জানান।
হুমকির খবর পেয়েই সতর্ক অবস্থানে রয়েছেন মুম্বাই পুলিশ। প্রতিটি জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়। তবে তল্লাশি চালিয়ে কোথাও কিছু পায়নি পুলিশ।
