ছিনতাই হওয়া কার্গো জাহাজ থেকে ১৫ ক্রুকে উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী। গত বৃহস্পতিবার সন্ধ্যায় সোমালিয়ার উপকূলের কাছে আরব সাগরে জাহাজটি ছিনতাই করে জলদস্যুরা।
ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, জাহাজটিতে কর্তৃপক্ষের অনুমোদনবিহীন কোনো ব্যক্তিকে পায়নি সামরিক বাহিনী। ক্রুরাও সবাই নিরাপদে আছে।
শুক্রবার (৫ জানুয়ারি) ভারতের সামরিক বাহিনীর কর্মকর্তারা ছিনতাই হওয়া ‘এমভি লিলা নরফোক’ এর দিকে ভারতীয় নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ পাঠানোর কথা জানান।
ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি ফার্ম আমব্রে বলেছে, জাহাজটি বাহরাইনের খলিফা বিন সালমানে যাচ্ছিল। তাতে কী বহন করা হচ্ছিল তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট জানা যায়নি।
নৌবাহিনী এক বিবৃতিতে বলেছে, ভারতীয় নৌবাহিনীর কড়া সতর্কবার্তা, মেরিন টহল বিমান এববং ভারতীয় নৌ যুদ্ধজাহাজের বাধার কারণে সম্ভবত জলদস্যুরা জাহাজ ছিনতাইয়ের চেষ্টা বাদ দিয়েছে।
সূত্র : রয়টার্স
