ন্যাটোর সবচেয়ে বড় সামরিক মহড়া

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ১১:০০ এএম

৯০ হাজার সেনাসদস্য নিয়ে মাসব্যাপী সামরিক মহড়া শুরু করতে যাচ্ছে পশ্চিমাদের সামরিক জোট ন্যাটো। স্নায়ু যুদ্ধের পর ন্যাটোর সবচেয়ে বড় এই মহড়া শুরু হবে আগামী সপ্তাহে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ন্যাটোর সামরিক জোটের শীর্ষ কমান্ডার জেনারেল ক্রিস ক্যাভোলি বলেন, স্নায়ু যুদ্ধের পর এটাই সবচেয়ে বড় মহড়া। 

তিনি বলেন, আঞ্চলিক পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে মহড়া পরিচালনা করা হবে। রাশিয়ার হামলার জবাব কীভাবে দেওয়া হবে তা নিয়ে ন্যাটো কয়েকদশক ধরে যে প্রতিরক্ষা পরিকল্পনা তৈরি করেছে তারই মহড়া এটি।

ন্যাটো জানায়, মহড়ায় অংশ নেবে ৫০ টির বেশি বিমানবাহী রণতরী। অংশ নেবে ৮০ টির বেশি জঙ্গি বিমান, হেলিকপ্টার, ড্রোন ও অন্তত ১১০০ যুদ্ধযান। থাকবে ১৩৩টি ট্যাংক। পাশাপাশি ৫৩৩টি যুদ্ধযান থাকছে এই মহড়ায়।

ন্যাটোর হিসাব মতে, একই ধরনের মহড়া ‘রিফরজার’ সর্বশেষ চালানো হয়েছিল ১৯৮৮ সালে স্নায়ুযুদ্ধের সময়। তাতে অংশ নিয়েছিল ১,২৫,০০০ সেনা এবং ২০১৮ সালে ট্রাইডেন্ট জাঙ্কচার মহড়ায় অংশ নিয়েছিল ৫০ হাজার সেনা।

মহড়ায় ন্যাটো সদস্যদেশগুলোর সেনাদের পাশাপাশি সুইডেন থেকেও সেনারা অংশ নেবে। খুব শিগগিরই ন্যাটোতে জোটে যোগ দিচ্ছে সুইডেন।

সূত্র: আল-জাজিরা

SN
আরও পড়ুন