ঢাকা
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

‘ন্যাটো সেনাদের ইউক্রেনে অবস্থান রাশিয়ার কাছে অগ্রহণযোগ্য‘

আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ১১:৫৬ এএম

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ইউক্রেনে যে কোনো কারণে বা পরিস্থিতিতে ন্যাটো সেনাদের উপস্থিতি মস্কোর কাছে একেবারেই অগ্রহণযোগ্য।

সোমবার (১৮ আগস্ট) ব্রিটিশ কর্মকর্তাদের ‘একটি আনুমানিক সামরিক মিশন’ প্রসঙ্গে তিনি এসব কথা বলেন, খবর আরটির। জাখারোভা লন্ডনের বিরুদ্ধে অভিযোগ তোলেন যে, তারা মস্কো ও ওয়াশিংটনের ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের কূটনৈতিক প্রক্রিয়াকে দুর্বল করার চেষ্টা করছে।

তিনি বলেন, লন্ডন ক্রমাগত সংঘাতের পূর্বাভাস বাড়িয়ে ন্যাটো অংশীদারদের একটি বিপজ্জনক পথে ঠেলে দেওয়ার চেষ্টা করছে, যা একটি নতুন বৈশ্বিক সংঘাতের ঝুঁকি তৈরি করে।

রুশ মুখপাত্র স্পষ্টভাবে জানান, আমরা একাধিকবার যে অবস্থানের কথা বলেছি তা পুনর্ব্যক্ত করছি—ন্যাটোর সঙ্গে সম্পর্কিত কোনো রাষ্ট্র থেকে ইউক্রেনে সামরিক বাহিনী মোতায়েন হলে আমরা তা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করি।

রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু পূর্বে সতর্ক করেছিলেন, ইউক্রেনে ন্যাটো সেনাদের আগমন তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি তৈরি করতে পারে।

গত মার্চে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ কিয়েভ এবং মস্কোর মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতি বা শান্তি চুক্তির পর্যবেক্ষণের জন্য একটি ‘ইচ্ছুকদের জোট’ প্রতিষ্ঠার ঘোষণা দেন। তবে জার্মানি, পোল্যান্ড, স্পেন, ইতালি, রোমানিয়া ও ক্রোয়েশিয়া তাদের সামরিক কর্মী পাঠাতে অস্বীকৃতি জানিয়েছে।

যুক্তরাজ্যের এক প্রতিরক্ষা কর্মকর্তাকে উদ্ধৃত করে দ্য সানডে টাইমস জানিয়েছে, কেউই তাদের সেনাদের ইউক্রেনে মৃত্যুর জন্য পাঠাতে চায় না।

RF
আরও পড়ুন