সুইডেনকে ন্যাটোতে নিতে তুরস্কের সবুজ সঙ্কেত

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ০৬:৩৬ পিএম

ন্যাটোর সদস্য হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেল সুইডেন। মঙ্গলবার (২৩ জানুয়ারি) তুরস্কের পার্লামেন্টে সুইডেনের যোগ দেয়ার প্রস্তাব অনুমোদিত হয়ে এ সংক্রান্ত একটি বিল পাস হয়েছে। টানা চার ঘণ্টার বিতর্কের পর ন্যাটোতে সুইডেনকে নিতে রাজি হয়েছেন তুরস্কের আইনপ্রণেতারা। 

বিলের পক্ষে ভোট দিয়েছেন তুরস্কের ২৮৭ জন আইনপ্রণেতা। বিপক্ষে ছিলেন ৫৫ জন। আর চারজন আইণপ্রণেতা ভোট দেননি। এখন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান সই করলে বিলটি আইনে পরিণত হবে। তখন সুইডেনের ন্যাটোর সদস্য হতে তুরস্কের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আর কোনো বাধা থাকবে না। এর মধ্য দিয়ে তুরস্কের পক্ষ থেকে টানা ২০ মাসের প্রতিবন্ধকতা দূর হয়ে যাবে। 

তুরস্কের পার্লামেন্টে ভোটাভুটির পর সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন এক্স বার্তায় বলেছেন, সামরিক জোটভুক্ত হওয়ার পথে আরও একধাপ এগিয়ে গেল সুইডেন। ন্যাটো প্রধান জেনস স্টলটেনবার্গও তুরস্কের পার্লামেন্টের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, এখন হাঙ্গেরির দিকে তাকিয়ে আছি। তারাও দ্রুত সুইডেনের ন্যাটোর সদস্য হওয়ার প্রস্তাব অনুমোদন করবে বলে আশাপ্রকাশ করছি। সূত্র: রয়টার্স, আলজাজিরা।

AH/SA
আরও পড়ুন