ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আপিলে হারলেন সাবেক আইএস বধূ শামীমা বেগম

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:২০ পিএম

সাবেক আইএস বধূ শামীমা বেগম আপিলের রায়ে হেরেছেন। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) লন্ডনের আপিল আদালত শামীমার আইনজীবীরা যেসব যুক্তি দেখিয়েছিলেন তার সবই খারিজ করে দিয়েছেন।

শামীমার আইনজীবীরা দাবি করেছেন, তার নাগরিকত্ব কেড়ে নিয়ে আইন বিরোধী কাজ করা হয়েছে। যুক্তরাজ্য সরকার আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, যুক্তরাজ্যের নিরাপত্তা বজায় রাখাই আমাদের অগ্রধিকার। এর অনুকূলে যাওয়া যে কোনও সিদ্ধান্তকেই আমরা দৃঢ় সমর্থন দেব।

শামীমা বেগম তার স্কুলের দুই বান্ধবীসহ ২০১৫ সালের ফেব্রুয়ারিতে সিরিয়া গিয়েছিলেন। পরে আইএস উৎখাত অভিযানে আশ্রয় হারিয়ে তার ঠাঁই হয় শরণার্থী শিবিরে।

২০১৯ সালে শরণার্থী শিবিরে শামীমার খোঁজ মেলার পর তিনি দেশে ফিরতে চাইলেও নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে যুক্তরাজ্য তার নাগরিকত্ব বাতিল করে দেয়। সূত্র: সিএনএন।

WA/SA
আরও পড়ুন