বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় টিভির সঞ্চালককে অপহরণ করেন হায়দরাবাদের এক মহিলা ব্যবসায়ী। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) ওই মহিলা এবং তার সহকর্মীকে গ্রেপ্তার করেছে তেলেঙ্গানা থানার পুলিশ। জানা গেছে, ব্যবসায়ী ওই মহিলার নাম ভোগিরেড্ডি তৃষ্ণা (৩১)। হায়দরাবাদের একাধিক স্টার্টআপ কোম্পানির এমডি তিনি।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই মহিলা স্বীকার করেছেন, সোশ্যাল সাইটে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় তিনি ওই টিভি সঞ্চালককে অপহরণ করেছিলেন। যদিও আসল ঘটনা জানার পর মহিলা ভেঙে পড়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, একটি ম্যাট্রিমনি সাইটে পেশায় টেলিভিশন সঞ্চালক প্রণব সিসলাকে দেখে পছন্দ হয়ে যায় ৩১ বছর বয়সী তৃষ্ণার। ওয়েবসাইটের মাধ্যমে তাকে বিয়ের প্রস্তাবও দেন। কিন্তু সেই প্রস্তাবে প্রণব রাজি না হওয়ায় তাকে অপহরণ করেন তিনি। এরপর তিনি পুলিশের হাতে গ্রেপ্তার হন। সূত্র : ইন্ডিয়া টুডে, এনডিটিভি।
