ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ডেনমার্কের প্রধানমন্ত্রী

চীন-রাশিয়ার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে পশ্চিমা বিশ্ব

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৩৪ পিএম

ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন বলেছেন, পশ্চিমা বিশ্ব চীন ও রাশিয়ার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এই তথ্য জানায়।

প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন বলেন, রাশিয়া ও চীনের ওপর পশ্চিমাদের নির্ভর করা উচিত নয়। পশ্চিমা বিশ্ব নির্বোধভাবে রাশিয়া এবং চীনের মতো দেশের ওপর অর্থনৈতিকভাবে নির্ভরশীল হয়ে নিরাপত্তার সাথে আপস করেছে।

তিনি আরও বলেন, আমরা খুব সাদাসিধা কাজ করেছি এবং আমরা ধনী হওয়ার দিকে খুব বেশি মনোযোগ দিয়েছি। এতে করে আমরা এমন দেশগুলোর ওপর নির্ভরশীলতা তৈরি করেছি যাদের ওপর আমাদের নির্ভর করা উচিত নয়। যেমন রাশিয়া থেকে গ্যাস এবং চীন থেকে নতুন প্রযুক্তি নিয়েছে পশ্চিমারা। সূত্র: আনাদোলু।

WA
আরও পড়ুন