আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে ভারী তুষারপাতের ফলে নিহত হয়েছেন প্রায় ১৫ জন এবং আহত হয়েছেন আরও ৩০ জন। শুক্রবার (১ মার্চ) এনডিটিভি আফগান সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে।
এছাড়াও এই আবহাওয়ার কারণে বালখ এবং ফারইয়াব প্রদেশে প্রায় ১০ হাজার গবাদিপশু মারা গেছে।
সার-ই-পুল এলাকার বাসিন্দা আব্দুল কাদিন জানান, আফগানদের মধ্যে আশঙ্কা ছড়িয়ে পড়েছে। এখনো তুষারপাত অব্যাহত রয়েছে। ভারী তুষারপাতের ফলে অনেক রাস্তা আটকে আছে, চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে।
পরিস্থিতি মোকাবেলা করার জন্য কয়েকজন মন্ত্রী নিয়ে একটি কমিটি গঠন করেছে আফগান সরকার। এই ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ সাহায্য বরাদ্দ করা হয়েছে। সূত্র : টাইমস নাউ
