গর্ভধারণ ও গর্ভপাত নারী অধিকার হিসেবে দেশে দেশে স্বীকৃত। কিন্তু এখন পর্যন্ত বিশ্বের কোনো দেশে এটার সাংবিধানিক স্বীকৃতি মিলেনি। ফ্রান্সই বিশ্বের প্রথম দেশ হিসেবে এমন স্বীকৃতি দিল।
সোমবার (৪ মার্চ) ফ্রান্সের পার্লামেন্টে পাস হওয়া সংবিধান সংশোধনী বিলের পক্ষে ভোট দেন দেশটির ৭৮০ জন আইনপ্রণেতা। আর বিলটির বিপক্ষে ভোট দেন ৭২ আইনপ্রণেতা।
ফ্রান্সের সংবিধানের কোনো সংস্কার বা পরিবর্তনের জন্য উভয় কক্ষের আইনপ্রণেতাদের অন্তত তিন-পঞ্চমাংশ ভোট প্রয়োজন হয়। গর্ভপাতের অধিকারকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে ১৯৫৮ সালে প্রণীত ফ্রান্সের সংবিধানে ২৫তম সংশোধনী আনা হলো। এর আগে সর্বশেষ ২০০৮ সালে দেশটির সংবিধান সংশোধন করা হয়েছিল।
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ বলেন, ফ্রান্সের জন্য এটি গর্বের বিষয়। এর মধ্য দিয়ে গর্ভপাতের ক্ষেত্রে নারীদের অধিকার নিয়ে গোটা বিশ্বেই একটা বার্তা পৌঁছাল।
