ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সৌদিতে পাঁচ পাকিস্তানির মৃত্যুদণ্ড কার্যকর

আপডেট : ০৭ মার্চ ২০২৪, ১১:৩২ এএম

বাংলাদেশি প্রবাসী এক নাগরিককে হত্যার দায়ে পাকিস্তানের পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) সৌদি আরবের মক্কায় আসামিদের এ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।  

একটি বেসরকারি প্রতিষ্ঠানে দুই নিরাপত্তারক্ষী কাজ করতেন। সামান্য মনোমালিন্য নিয়ে দুই নিরাপত্তারক্ষীকে বেধড়ক পেটানো হয়। এদের মধ্যে একজন প্রবাসী বাংলাদেশি ছিলেন। গুরুতর আহত বাংলাদেশিকে হাসপাতালে ভর্তি  করা হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তদন্তের পর ওই পাঁচজনকে বিচারিক আদালতে পাঠানো হয়, যেখানে তারা দোষী সাব্যস্ত হন। 

পরবর্তীতে আসামিদের আবেদন সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে খারিজ করে দেন। পরে রাজকীয় অধ্যাদেশে তাদের মৃত্যুদণ্ড কার্যকরের চূড়ান্ত নির্দেশ দেওয়া হয়। 

গালফ নিউজ জানায়, চলতি বছরের জানুয়ারিতে নিরাপত্তারক্ষীকে হাত-পা বেঁধে বেধড়ক পিটিয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের মোটিভ জানা যায়নি। দণ্ডিতদের মধ্যে পাঁচজনই পাকিস্তানের নাগরিক। সূত্র: গালফ নিউজ

MB/FI
আরও পড়ুন